অকালেই ঝরে গিয়েছিল মার্ক বাউচারের স্বপ্ন
দক্ষিণ আফ্রিকার সোনার দলের এক ক্ষুদ্র নাম, কিন্তু যে নামটি না হলে এই বিশ্ব পেত না মাইকেল বেভানদের উত্তরসূরিকে। মাইকেল বেভান ও মহেন্দ্র সিং ধোনি ছাড়াও আরও একজন ছিল যে পারত চাপ সামলে ৪৩৫-এর টার্গেটটা ছুঁয়ে অন্তত একবারের জন্যও সর্বহারা একটা চোকার্স খ্যাত জাতিকে চ্যাম্পিয়নের স্বাদ দিতে,…